Sunday 26 March 2017

না জানা কথা

না জানা কথা

শুরুটা যে কি ছিল  - জানিনা...
শেষটাই বা কি হবে  - জানিনা...
চোখে অন্ধত্বের চশমা রেখে...
বয়ে যাব; শুরু থেকে শেষ অবধি ।
রেখে যাব না কোন অস্তিত্বের ছাপ ।
বৃথা এই জীবন টা পাবেনা স্থান
ইতিহাসের কোন পাতায়...
শুধু চলমান সময়ের হাত ধরে,
ভেসে যাব গড্ডালিকায় ।
আশেপাশের মানুষগুলো হয়তো
কখনো ঠেলে ফেলে দেবে
গভীর কোন খাদের নির্জনতায় !
আবার কেউ বা হয়তো
বাড়িয়ে দেবে হাত ,
টেনে তুলবে খাদ থেকে
সভ্যতার কৃত্রিম পথে ...
দৈনন্দিন গণ্ডীর ঘেরাটোপে
বন্দী হয়ে হয়তো কেটে যাবে
সারাটা জীবন, ভয়াবহ,
যন্ত্রনাতুর, মুক্তির পথ চেয়ে ...
সাধ এবং সাধ্যের সাদা খাতায়
জটিল হিসেব কষে কষে
ভুলে যাব একদিন
সব যোগবিয়োগের খেলা !
সকালের স্বচ্ছ শিশির কনা হয়ে
তারপর ... লেগে থাকব
শিউলির সবুজ পাতায় ।
হয়তো সেটাই শেষ ...
জানিনা - শুরুটা যে কি ছিল ,
আর শেষটাই বা কি হবে  -
জানিনা...
              -পল্লব ০৮.১২.২০১৪ 

No comments:

Post a Comment