Thursday 23 March 2017

খোলস





















খোলস 

কাঁটাওয়ালা দেওয়ালের ধার ঘেঁষে,
অবিকল গুল্ম-লতার মতো সাপের খোলস-
রোজনামচার বদলানো কাপড়ের রঙ
যেন হারিয়েছে নিজের জৌলুশ।
মস্তিষ্কের বন্ধ কুঠুরিতে জমে থাকা জঞ্জাল,
দেওয়ালের ধারালো ধারগুলোতে লেগে
উঠে আসে ঠাণ্ডা শরীর থেকে!
যন্ত্রণায় থাকে সারা রাত জেগে...

কাঁটাওয়ালা দেওয়ালের ধার ঘেঁষে,
আমিও থাকি এই পারে তার-
নিত্যদিনের খস খস শব্দে
ঘুম ভেঙ্গে আমি জেগে উঠি বার বার...

                                    -পল্লব ০৫.১২.২০১৩




              ব্লগ যখন লিখব ভাবলাম, তখন যেটা যেটুকু পারি সেটা নিয়েই লেখা সমীচীন মনে করলাম। আর প্রথম কবিতা নির্বাচিত করলাম এটাকেই। কারণ এটাই আমার প্রথম কবিতা যেটা পত্রভারতী এবং কবিতা ক্লাব এর যৌথ উদ্যোগে তাদের ষষ্ঠ বইতে স্থান পেয়েছে। 

             মনে হল কবিতাটা সম্পর্কেও কিছু বলা দরকার। কবিতাটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ । আমরা প্রতিনিয়ত সমাজ এবং সামাজিকতার চাপে নানা রকম মুখোশ ধারণ করি। যে মুখোশ আমাদের পথ চলাকে সহজ করে দেয়। আমরা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রূপে ধরা দিয়ে থাকি, যেখানে যেমন প্রয়োজন হয় আর কি। কিন্তু দিনের শেষে কোন একটা সময় আমরা সেই মুখোশ ছেড়ে বেরিয়ে একটু একা হতে চাই; যেটা আমার মনে হয় খুব কষ্টকর একটা পরিবর্তন। আসলে আমি কি (বা আমরা কি) আর কি হয়ে থাকতে চাই তার দোটানায় সবাই এবং আমিও ঘুমহীন রাত অতিবাহিত করি সারা জীবন ধরে।  এটাই এই কবিতার মুল বিষয়বস্তু।

           ভাল লাগলে সঙ্গে থাকবেন, ফিরে আসব আবার অন্য লেখা নিয়ে। 

3 comments: