Tuesday 28 March 2017

রাত্রি সব জানে

























রাত্রি সব জানে 


জেগে আছে রাত আমার সাথে,

আজ তাই তোর ছুটি-
করবো আজ গল্প অনেক,
খেলবো কাটাকুটি!
বুঝিস না তুই, তোকে ছাড়াও
বেঁচে থাকা যায়-
আজ রাতে মোর সঙ্গী হবার,
রাত্রি নিলো দায়...
বলবো ওকে যা আছে সব,
মনের গহীন কোণে-
কাল দুপুরে লিখবো দেখিস,
রাত্রি সব জানে...

                -পল্লব (২৯.০২.২০১২) 

No comments:

Post a Comment