Sunday 26 March 2017

জানি জানিনা

































জানি জানিনা
জানিনা কোথায় যেতে চাই ফিরে...
কোন স্বপনের শান্তির নীড়ে...
আজ তুমি আছো, কাল নেই আমি...
জানিনা কে ঠিক কতটাই দামী...
জানি শুনছি না, জানি বুঝছি না...
ভালবাসাবাসি আর সইছি না...
তবু ফিরে আসে, জানি ভালোবাসে...
রাত্রির মুখ জানি দেখে হাসে...
স্পর্ধা আমার, সততা আমার...
জানি সে সময় হয়েছে যাবার...
কত কাছে থেকে, কত যে দূরে...
কোন স্বপনের শান্তির নীড়ে...
-pallab (11.02.2013)

No comments:

Post a Comment