Sunday 26 March 2017

বিরহ

বিরহ


কেমন আছিস আমায় ছেড়ে?
কেমন আছিস অনেক দূরে?
চলছে কেমন জীবন চাকা?
মনের কোণটা লাগছে? ফাঁকা?
আচ্ছা এখনো বায়না করিস?
আগের মতো দুচোখ ভরিস?
গাইতে পারিস? সেই চেনা গান?
সেই চেনা সুর, মান-অভিমান...
মনের কথার ডাইরি লেখা!
দুঃখ হলে বৃষ্টি দেখা!
জানিস আজও আমার ঘরে,
মুষল ধারে বৃষ্টি পড়ে!
সেদিন যেদিন চলে গেলি-
পথ আলাদা বলতে এলি...
সেদিন থেকে মেঘ করেছে,
উপচে দুচোখ জল ঝরেছে...
আজ, আমার ঘরে কেউ আসেনা,
লেখার পাশে কেউ বসেনা!
তবুও আমি ভালো আছি...
স্বপ্ন নিয়ে জীবন বাঁচি...

                          -পল্লব 

No comments:

Post a Comment