Sunday 26 March 2017

স্বপ্ন আসে কই?























স্বপ্ন আসে কই?

সবাই যখন ঘুমিয়ে পড়ে,
অচেতনে ঘুমের ঘোরে,
সবার কাছেই স্বপ্ন আসে-
আমার আসে কই?

ঘুম আসে রাতপরীর বেশে,
বালিশ চাদর শরীর মেশে!
ঘুমিয়ে পড়ি তার পরশে-
নয়তো জেগে রই...

সবার কাছেই স্বপ্ন আসে-
আমার আসে কই?

স্বপ্নে নাকি সব ছোঁয়া যায়!
যা খুশি তাই, যা প্রাণে চায়!
অলীক যত কল্পনা প্রায়-
নেই কোন হৈ চৈ ...

সবার কাছেই স্বপ্ন আসে-
আমার আসে কই?

বিফলতার আগল ঠেলে,
সফলতার শিখর ফেলে,
কল্পনা্র-ই ডানা মেলে-
শূন্যে মেলা মই!

সবার কাছেই স্বপ্ন আসে-
আমার আসে কই?
সবার কাছেই স্বপ্ন আসে-
আমার আসে কই?
-পল্লব ১৭.১১.২০১৬

No comments:

Post a Comment