Sunday 26 March 2017

পরকীয়া

পরকীয়া

আগুন আছে তোর ভেতরেও
শরীর তাতে জ্বলছে,
উড়ছে ধুলো মনের ভেতর,
স্মৃতির পারদ গলছে ।
শরীর মনের জলছবিতে
কে দিয়েছে রঙ ?
দাম তো আমায় দিতেই হবে
সাজতে হবে সঙ !
কাজল লতার কালি হয়ে
থাকবি আমার চোখে ,
মুখ পুড়িয়ে বুক পুড়িয়ে
থাকবি প্রেম সুখে ।
হোক কালো বা হোক সে লাল
মন-আকাশের মেঘলা ,
তোর মনে দাবানল
আরআমার মন একলা ......

                      - পল্লব 

No comments:

Post a Comment