Monday 27 March 2017

রাজার রাজা

রাজার রাজা

অনেক কিছু পাওয়ার মাঝে না পাওয়া টাই থাকে মনে, 
পাওয়ার সুখ যায় হারিয়ে ছোট্ট সে না পাওয়ার দুখে, 
তবু যদি ভালোবাসো, নিজেরে সবার আগে -
"আমিও পারি" বলতে পারো, নতুন আশা জাগে। 
আমি শুনি, তুমি শোন, যে যা কিছুই শুনুক, 
ছন্দে বাজে তালে বাজে সে সুর আবার ফুটুক ।
চাওয়া-পাওয়ার হিসেব নিকেশ থাকুক তোলা আজ,
খুঁজে দ্যাখো পাশেই আছি, ছেড়ে রাজার সাজ ...

- পল্লব ৬.৫.১৪

No comments:

Post a Comment