Sunday 26 March 2017

রূপ




























রূপ

কত রূপ দেখিলাম তোমারি প্রতিবিম্বে ;
কত আলো আঁধারের মরীচিকা 
তোমারি একই অঙ্গে ।
সেই শুরু থেকে তব পরশ মাখি ,
আসিলাম এই বসন্ত প্রভাতে
হাতে হাত রাখি -
কখনো গরলসম অমৃত কুম্ভে ;
আমরণ নিমজ্জিত রহিয়া
তোমারি গর্ভে -
খুঁজিয়াছি পথ অনন্তের খোঁজে ;
জল মাটি হাওয়ার মতো
পৃথিবীর ভাঁজে ।
হয়তো শেষ নাই তোমার ,
হয়তো আশা নাই আর আমারও

তোমাকে খোঁজার...  


                                    - pallab (08.03.2015)

No comments:

Post a Comment