Monday 27 March 2017

দ্রৌপদী

দ্রৌপদী

আমি দুশ্চরিত্র দুঃশাসন -
আমি বার বার করি বস্ত্রহরণ।
চির অসহায় তুমি দ্রৌপদী,
যুগ যুগ ধরে রক্তের নদী;
বয়েছে তোমার চুলের ধারায়-
তবু তুমি আজও সম অসহায়!
তুমি ভাবো আমি চির অশালীন,
আমি বুঝি করি কুরুকে মলিন।
জানো তো না তুমি সভার মাঝারে
যে তোমার রাখে লাজ,
সে শালীন-ই মোরে নীরবে লুকায়ে
শেখায় এহেন কাজ!
তাই তুমি হবে সদা লাঞ্ছিত,
যুগ যুগ ধরে এই বাঞ্ছিত;
কেউ হবে জয়ী, কারো পরাজয়,
তোমাকে ঘিরেই রক্তক্ষয়।

আজও তুমি আছো সেই পাঞ্চালী,
আজও চারিদিকে হও তুমি বলি,
মুখ বুজে তবু করেছো সহ্য,
বিধাতা তোমায় রচেছে দাহ্য।
আর নয় তবে হও আগুয়ান,
আর হবে না তো তুমি ম্রিয়মাণ,
হানো বিদ্রোহ, করো আয়োজন-
বাঁচাতে লাজ, যা যা প্রয়োজন-
ধ্বংস করো যত অপসংস্কার,
খুলে ফেলো আছে যত অলংকার!
তোলো অস্ত্র, করে দাও সোজা,
নারীতন্ত্রের জয়ধ্বজা... 


                          পল্লব ৩.৭.১৪ 

No comments:

Post a Comment