Friday 15 June 2018

প্রহরী





প্রহরী

ফ্যনের ব্লেডের মতো অস্পষ্ট আমি..
আছি, তবু যেন নেই... হাওয়ায় মিশে!
গোধূলির সূর্য যেমন রক্ত আবীর মেখে
মিশে যায় রক্তিম দিকচক্রবালের শেষে-
তেমনি আলো আঁধারের সীমান্তে
দাঁড়িয়ে আছি অদৃশ্য প্রহরীর বেশে।
দিন রাতের প্রভেদ বুঝিনা আর,
নীল ঠিকানায় পাঠিয়েছি খাম-
জানিনা সে চিঠি পেয়েছে কিনা
মেঘের চাদরে ঢেকে যার নাম!
সময় উড়ে যায় আলাদিনের চাদরে
সময় বোঝেনা সময়ের দাম...
ভুল হয়, কি দেখি নিশার আকাশে?
নক্ষত্ররাজি? নাকি সে জোনাকিময়!
জ্বলে আর নেভে পুড়ে যায় বুক-
অন্ধকার? নাকি না দেখার ভয়?
কুড়ে কুড়ে খায় শকুনের দল,
নশ্বর দেহ অমৃতসম সে তো বিষ নয়..
আমার প্রহরীর সাজ, হয়েছে জীর্ণ,
যেটুকু আছে বল, রয়েছি দাঁড়িয়ে-
সেই খাম যদি ফেরে উত্তুরে হাওয়ায় ভেসে,
রেখেছি এখনি দুই পা বাড়িয়ে-
থেকে যাবে সব আলো আঁধারের মাঝে
আমার পদধূলি জানি যাবে না হারিয়ে...

            -পল্লব (14.6.18)

No comments:

Post a Comment