Thursday 13 September 2018

আসবো আমি...

























আসবো আমি...


অলস রাতে উপচে ওঠা
জমানো সব ব্যাথা,
হারিয়ে গেলে দিনের আলো-
ফুরিয়ে গেলে কথা!
ডাক পাঠিয়ো অন্ধকারেচুপ জোনাকির ডানায়-
নদী যখন বৃষ্টিজলে,
ভরবে কানায় কানায়!

আসবো আমি দেখে নিও-
ভোরের আলো নিয়ে,
নতুন দিনে নতুন আশা-
স্বপ্ন অনেক দিয়ে!
            -পল্লব 

No comments:

Post a Comment