Friday 15 June 2018

একান্তে






একান্তে 

শাল পিয়ালের গহিন বনে সবুজ যেথা কালো,
আলোর দেখা নেই যেখানে, সেই আমারই ভালো...
নেই সেখানে আর একটা ঘর, নেই সেথা আর ঠাঁই,
কালের নিয়ম শুকনো পাতা অঢেল খুঁজে পাই...
রঙিন আঁচল নক্সা কাটা হাওয়ায় ওড়ে গন্ধ,
মনের আগল জানলা কপাট সকল ঠেলে বন্ধ...
মেঘবালিকা চুপি চুপি হয়ে যা ফুসমন্তর!
আমি বরং প্রহর গুনি, একটা জীবন অন্তর...

                                   - পল্লব (7.6.18)

No comments:

Post a Comment