Friday 15 June 2018

প্রহরী





প্রহরী

ফ্যনের ব্লেডের মতো অস্পষ্ট আমি..
আছি, তবু যেন নেই... হাওয়ায় মিশে!
গোধূলির সূর্য যেমন রক্ত আবীর মেখে
মিশে যায় রক্তিম দিকচক্রবালের শেষে-
তেমনি আলো আঁধারের সীমান্তে
দাঁড়িয়ে আছি অদৃশ্য প্রহরীর বেশে।
দিন রাতের প্রভেদ বুঝিনা আর,
নীল ঠিকানায় পাঠিয়েছি খাম-
জানিনা সে চিঠি পেয়েছে কিনা
মেঘের চাদরে ঢেকে যার নাম!
সময় উড়ে যায় আলাদিনের চাদরে
সময় বোঝেনা সময়ের দাম...
ভুল হয়, কি দেখি নিশার আকাশে?
নক্ষত্ররাজি? নাকি সে জোনাকিময়!
জ্বলে আর নেভে পুড়ে যায় বুক-
অন্ধকার? নাকি না দেখার ভয়?
কুড়ে কুড়ে খায় শকুনের দল,
নশ্বর দেহ অমৃতসম সে তো বিষ নয়..
আমার প্রহরীর সাজ, হয়েছে জীর্ণ,
যেটুকু আছে বল, রয়েছি দাঁড়িয়ে-
সেই খাম যদি ফেরে উত্তুরে হাওয়ায় ভেসে,
রেখেছি এখনি দুই পা বাড়িয়ে-
থেকে যাবে সব আলো আঁধারের মাঝে
আমার পদধূলি জানি যাবে না হারিয়ে...

            -পল্লব (14.6.18)

একান্তে






একান্তে 

শাল পিয়ালের গহিন বনে সবুজ যেথা কালো,
আলোর দেখা নেই যেখানে, সেই আমারই ভালো...
নেই সেখানে আর একটা ঘর, নেই সেথা আর ঠাঁই,
কালের নিয়ম শুকনো পাতা অঢেল খুঁজে পাই...
রঙিন আঁচল নক্সা কাটা হাওয়ায় ওড়ে গন্ধ,
মনের আগল জানলা কপাট সকল ঠেলে বন্ধ...
মেঘবালিকা চুপি চুপি হয়ে যা ফুসমন্তর!
আমি বরং প্রহর গুনি, একটা জীবন অন্তর...

                                   - পল্লব (7.6.18)

নতুনের ডাক






নতুনের ডাক

তুমি কি শুনতে পেয়েছো নতুনের ডাক?
স্বচ্ছ শিশিরকনা বয়ে নিয়ে কচি ঘাসের তীক্ষ্ণ মাথা!
সবুজ পাতার অলিগলি বেয়ে নেমে আসছে আলোর সিঁড়ি... 
অন্ধকারের শেষে...
সেই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে বর্ণহীন ইতিহাস,
মহাশূণ্যের পথে অসীমের উদ্দেশ্যে!
সবুজ মাকুর মতো পর্বের খাঁজে,
উঁকি দিচ্ছে তোমার আমার ভবিষ্যৎ!
বারুদের স্তুপের উপর দেখতে পাচ্ছো?
অঙ্কুরিত হয়েছে নতুনের বীজ!
পৃথিবীর আনাচে কানাচে পোঁতা অাছে
ধ্বংসের ল্যান্ডমাইন!
নতুন পা ফেলে সাবধানে... সব বাধা বিঘ্ন পেরিয়ে,
সন্তর্পনে টোকা দেয় তোমার দরজায়-
তুমি কি বাড়িয়েছ হাত? চৌকাঠে দ্বারুঘটে,
তুমি কি শুনতে পেয়েছো নতুনের ডাক?

                                              -পল্লব (৯.৬.১৮)

স্মৃতিসুধা



























স্মৃতিসুধা 

আছে সুখ, আছে দুখ,
চেনা অচেনা, কত কত মুখ,
ফিরে ফিরে আসে, শত অবকাশে,
হয়ে থাক স্মৃতি, ভরে যাক বুক...
                     - পল্লব (2.6.18)