Friday 6 April 2018

অজ্ঞাতবাস






অজ্ঞাতবাস

আমার কাছে স্বপ্ন ছিল, ছিল যেটা জীবন 
তোর কাছে খেলা ছিল, ছিল না তো নিয়ম
ভেবেছিলাম হারিয়ে যাবো, পাবেনা কেউ খুঁজে;
যে যাই বলুক আমায়, থাকবো মুখটি বুজে
থাকবি শুধু তুই কাছেতে, থাকবে না আর কেউ,
তোর চুলেরই পাগল স্রোতে উঠবে কিছু ঢেউ-
সেই ঢেউয়েতে ভাসবো আমি, স্বপ্নতরী বেয়ে,
থাকবে তোর ওই চোখের কাজল, আমার আকাশ ছেয়ে
ভেবেছিলাম বানাবো ঘর, ভালবাসার দেওয়াল,
মাথার উপর আশার আকাশ, শিমূল বকুল পিয়াল-
তুই আর আমি হাঁটবো সে পথ, যে পথ গেছে বেঁকে,
পৃথিবীর ওই শেষ সীমানায়- আল্পনা এক এঁকে!
যে পথ শুরু তোর কাছেতে, তোর কাছেতেই শেষ,
নতুন করে আমি আবার ধরবো সে এক বেশ
সাজবো আমি প্রজাপতি, রঙ নেবো তোর থেকে-
উপচে পড়া ফুলের মধু আমায় যাবে ডেকে...
একটা পাগল হাওয়ার মতো কোথায় যাবো বয়ে,
সারাটা দিন গান শোনাবো অচিন ভ্রমর হয়ে
চাঁদের বুড়ি, পরীর দেশ আর নকশী কাঁথার মাঠ,
থাকবে না আর গল্প তখন, সৌদামিনীর ঘাট
পক্ষিরাজের ডানায় ভেসে সাজবো রাজকুমার,
দানবপুরীর শিকল ভেঙে করবো তোকে ফেরার-
আজ আর নেই স্বপ্ন সেসব, তুইও ইতিহাস,
মনের কোনে থাকুক পড়ে আমার অজ্ঞাতবাস...

                                     - পল্লব সরদার (২০১১) 

No comments:

Post a Comment